আপনার শিশুর আঁকা পাঠিয়ে দিন আমাদের দফতরে
আপনার বাড়ির শিশুটি কি তার কল্পনা মতো ছবি আঁকছে ? কিংবা আঁকার রঙ পেনসিল বা রঙ তুলি নিয়ে ইচ্ছেমতো আকায় রঙ করছে । খুব ভালো কথা। আপনার শিশুর সেই তুলতুলে হাতে আঁকা ছবি আমরা তুলে ধরবো ‘আমার বাংলা’র পাতায়। আপনারা ই-মেল কিংবা হোয়াটস করে পাঠিয়ে দিতে পারেন সেই সুন্দর আঁকাটি । আঁকার তলায় কিন্তু শিশুটির নাম , বয়স ও কোন ক্লাসে পড়ে সেটা লিখতে ভুলবেন না। তার সাথে পাঠিয়ে দিন আপনার শিশুর একটি পাসপোর্ট সাইজের একটা রঙিন ছবি। আপনার শিশুর ছবি ও নাম দিয়ে আমরা প্রকাশ করবো সেই আঁকা।
আমাদের ই-মেল আইডি হলো aamarbanglanews@gmail.com
এছাড়া আপনারা whatsapp করতে পারেন এই নাম্বারে 9475050975