গলসিতে দুই কৃষকের অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় দেড় লক্ষ টাকা
দুজন কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা লোপাটের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গলসিতে। গলসি থানার অন্তর্গত দয়ালপুর গ্রামের বাসিন্দা আলম মল্লিকের কাছ থেকে বাহান্ন হাজার টাকা উধাও হয়ে যায়।অন্যদিকে গলসি থানারই বাবলা গ্রামের বাসিন্দা অমিতাভ পাঁজার অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার টাকা লোপাট হয়ে যায়। এদিন দুটি ঘটনারই অভিযোগ জানানো হয়েছে গলসি থানায়। গলসি থানা সূত্রে বলা হয়েছে দয়ালপুরের কৃষক আলম মল্লিকের ব্যাক অ্যাকাউন্ট থেকে বাহান্ন হাজার টাকা গায়েব হয়ে যায়। পরপর এগারো বারে এই টাকা তোলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি বাবলা গ্রামের কৃষক অমিতাভ পাঁজার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮২ হাজার টাকা উধাও হয়ে যায়। তার অ্যাকাউন্টে এখন পড়ে আছে মাত্র দশ হাজার ষাট টাকা। অমিতাভ বাবু জানান, পুজোর সময় তার মোবাইল নম্বরে ফোন করে কার্ডের নম্বর জানতে চাওয়া হয়। তিনি সেই নম্বর বলে দেন। পরে আর খোঁজ নেননি। আজ ব্যাংকে পাসবই আপডেট করতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে ৯৩১০১ টাকা ছিল এখন মাত্র ১০ হাজার ৬০ টাকা পরে আছে। দুটি অভিযোগ পাওয়ার পরেই তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন রাত পর্যন্ত সেরকম কোনো উল্লেখযোগ্য সূত্র পাওয়া যায়নি।