গাছ গাছড়ায় রোগমুক্তি
বর্তমান যুগে মানুষের ব্যস্ততা যেমন বেড়েছে তেমন তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টেনশন। আর যত টেনশন ততই বাড়ছে বিচিত্র রকমের অসুখ বিসুখ। তবে অসুখ বিসুখ যেমন বাড়ছে আমাদের চিকিৎসা ব্যবস্থাও তেমনই উন্নত হচ্ছে। তবে আমাদের দেশ ভারতবর্ষ ঋষি মুনির দেশ। যেখানে তাঁরা চিকিৎসার জন্য নির্ভরশীল ছিলেন গাছ গাছড়ার ওপর। আমার বাংলা এর একটি প্রয়াস সেই চিরাচরিত গ্রাম বাংলার চিকিৎসার মাধ্যমকে আপনাদের সামনে তুলে ধরা। “আমার স্বাস্থ্য” বিভাগে তাই আজ আপনাদের জন্য দিলাম নিমপাতার গুণাগুণ।
নিমপাতা
প্রতিমাসে অন্ততঃ একদিন নিমপাতা বেটে সমস্ত শরীরে মাখলে বিভিন্ন রোগ জীবানু প্রতিরোধ হয়।
২০-২২ টি নিমপাতা ও ২৫ গ্রাম কাঁচা হলুদ একসঙ্গে মিশিয়ে বেটে শরীরে মাখলে চর্ম্রোগ হয় না। ত্বক মোলায়েম ও উজ্জ্বল হয়। সপ্তাহে অন্ততঃ একদিন মাখতে হবে।
১ চামচ নিমপাতার গুড়ো ও ১ চামচ মধু একসাথে মিশিয়ে খেলে রক্ত পরিস্কার হয়, বায়ু পিত্ত এবং কফ নাশ করে। চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
প্রিয় পাঠক আপনাদের কাছেও যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে তা আমাদের হোয়াটস অ্যাপস নাম্বারে পাঠিয়ে দিতে পারেন। আমরা তা সবার কাছে পৌছে দেবো আপনার নাম দিয়ে।
আমাদের হোয়াটস অ্যাপস নাম্বার হলো ৭৪০৭৮৯৭৬৫৭ এবং ৯৪৭৫০৫০৯৭৫