ঘন কুয়াশার কারণে জেলাজুড়ে যানচলাচল অচল, ভোগান্তিতে যাত্রীরা
জাহাঙ্গীর বাদশা, মেচেদা :
ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা জেলা। তাই সকাল থেকে জেলায় যানচলাচল অচল হয়ে পড়েছে। ফলে সকাল সকাল নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। ঘন কুয়াশার কারনে যেমন জাতীয় ও রাজ্য সড়কে যানবাহন খুব কম তেমনি ট্রেনের দেখা মিলছে দীর্ঘ সময় পরে পরে। আজ সকালে মেচেদা বাস্টস্ট্যান্ডে এবং মেচেদা রেল স্টেশানে দেখাগেল অন্যচিত্র। অফিস, আদালতে বা নিজের কাজে প্রতিদিনের মত ট্রেন ধরার জন্য স্টেশানে অপেক্ষা করতে থাকেন যাত্রীরা।
ঘন কুয়াশার কারনে এক ঘন্টা বা দু ঘন্টা দেরিতে ট্রেন আসছে। ফলে যাত্রীদের মধ্যে অনেকেই স্টেশনে বসে বসে অনেকেই অপেক্ষা করতে করতে শেষে বাড়িমুখো হয়েছেন। সবার খড়্গপুর হাওড়া লাইনের সমস্ত ট্রেন দেরিতে থাকায় সমস্যায় পড়েছেন নিত্যঅফিস যাত্রীরা।