চাষির আত্মহত্যার ঘটনায় ট্যুইট করে দুঃখপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
এবি ওয়েব ডেক্স : বর্ধমানের কালনার ভাগচাষি আত্মহত্যার ঘটনাকে দুঃখজনক বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এক ট্যুইট বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব দুঃখের খবর। বাজার থেকে নোট তুলে নেওয়ার কারণে দিনমজুরদের মজুরি প্রদান করতে না পেরেই তিনি আত্মঘাতী হয়েছেন ওই আদিবাসী চাষি।
এদিকে এখনো পর্যন্ত নোট বাতিলের বলি হলেন ৬৮ জন। আজ মঙ্গলবার মোদীর বিরুদ্ধে সুর চড়াতে ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বুধবার যন্তরমন্তরে ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় অন্যান্য বিরোধী দলের সাথে আন্দোলনের রূপরেখা তৈরি করার জন্য ২৫ তারিখ পর্যন্ত দিল্লিতে থাকবেন তিনি বলে নবান্ন সূত্রে জানা গেছে।