ঠান্ডায় সারারাত ধরে চললো ভাবী শিক্ষকদের বিক্ষোভ
এবি ওয়েব ডেক্স : সারারাত ধরে চললো ভাবী শিক্ষকদের বিক্ষোভ। দেখা মিললো না প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের। রাতেই বিক্ষোভকারীদের সাথে কথা বলতে সেখানে যান বর্ধমান সদর মহকুমাশাসক মুফতি সেলিম সৌকত। তিনি জানান, চেয়ারম্যানের সাথে মোবাইলে তার কথা হয়েছে। চেয়ারম্যান শিক্ষা দফতরের রাজ্য অফিসে আছেন। গত সোমবার ২৫০ জনের মধ্যে ৪১ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। বাকিদের কলকাতা যেতে বলা হয়েছিল। কলকাতায় তাদের নথিপত্র জমা দিয়ে এসেছেন তাদের মধ্যে ২০ জনের নিয়োগপত্র মিলেছে। বাকিদের ভেরিফিকেশন চলছে। মহকুমাশাসক আরো বলেন চেয়ারম্যান চেষ্টা করছেন যাতে সমস্যার সমাধান করা যায়। এদিকে দুপুর থেকে রাত পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে তাদের সাথে কেন যোগাযোগ করা হলো না এই প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। এদিকে সারারাত ধরে বর্ধমানের কাছাড়ি রোডের প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে অবস্থায় বিক্ষোভে করলেন ভাবী শিক্ষক শিক্ষিকারা।এদিকে রাতে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে যে সব কর্মীরা আটকে ছিলেন তাদের বিশাল পুলিশ বাহিনী দিয়ে বের করতে গেলে পুলিশের সাথে ভাবী শিক্ষকদের একপ্রস্থ বচসা বেঁধে যায়। এদিকে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দিতে গেলে অবস্থান বিক্ষোভে অনড় থাকে ভাবী শিক্ষক শিক্ষিকারা। সারারাত ধরে রাস্তায় বসেই তারা নিয়োগপত্র দেওয়ার দাবিতে অনড় থেকে বিক্ষোভ চালিয়ে যায়। আজও যতক্ষণ না পর্যন্ত তাদের নিয়োগপত্র দেওয়া হবে এই আন্দোলন চালিয়ে তারা যাবেন বলে জানিয়েছেন।