দিঘার গেস্ট হাউস থেকে কেয়ারটেকারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
জাহাঙ্গীর বাদশা, দিঘা: দিঘা একটি গেস্ট হাউসের রান্নাঘর থেকে কেয়ারটেকারের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ দিঘাতে। নিউ দিঘার অমরাবতী লেক সংলগ্ন সান নামে একটি গেস্ট হাউসের ঘটনা। মৃতের নাম মলয় মাইতি (২৬)। মৃত ব্যক্তির বাড়ি খেজুরির মতিলালচকে। আজ সকাল থেকে গেস্ট হাউসের কেয়ারটেকারকে দেখতে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বন্ধুরা খোঁজাখুঁজি করলে গেস্ট হাউসের রান্না ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। রুমের ভেতর থেকে লাগানো ছিল। স্থানীয় দিঘা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে দেহ উদ্ধার করে। রুমের মধ্যে মদের বোতল এবং বেশকয়েকটি গ্লাস পাওয়া গিয়েছে।স্থানীয় মানুষের অভিযোগ মদ খায়িয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকার মানুষের আরো অভিযোগ কয়েকদিন আগে দিঘার একটি হোটেলও কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।দিঘা থানার ওসি বাসুকি বন্দোপাধ্যায় জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।