দুর্গাপুরে জিতলো উখরা ফুটবল অ্যাকাডেমি ও প্রভাত সংঘ
পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দিলো উখরা ফুটবল অ্যাকাডেমি।
গ্যামন ব্রিজ ফুটবল ময়দানে দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতা আজ বিকালে এই প্রতিযোগিতায় মুখোমুখি হয় উখরা ফুটবল একাডেমি ও পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাব। এদিনের খেলায় পারুলিয়া আদিবাসী গোল্ডেন ক্লাব কে ২-১ গোলে হারায় উখরা ফুটবল একাডেমি। উখরা ফুটবল অ্যাকাডেমির পক্ষ থেকে গোল দুটি করেন প্রশান্ত বাউড়ি ও পারুলিয়া দলের হয়ে গোলটি দেন সুকদেব হেমব্রম।
অন্যদিকে এদিনই দ্বিতীয় ডিভিশনের প্রতিযোগিতাটি হয় এম এ এম সি ফুটবল ময়দানে। এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে প্রভাত সংঘ ও বিজুপাড়া শান্তি স্পোর্টস ক্লাব। এদিন হাড্ডাহাড্ডি লড়াই এর পর প্রভাত সংঘ বিজুপাড়া শান্তি স্পোর্টস ক্লাব কে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে। জয়ী ক্লাবের পক্ষ থেকে গোলটি করেন বাবাই বাউড়ি।