দ্বিতীয় ডিভিশনে জিতল বিবেক সংঘ ও সি আর পি এফ
দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় ডিভিশনের দ্বিতীয় লিগের ফুটবল প্রতিযোগিতার প্রথম খেলায় জয়লাভ করলো বিবেক সংঘ। আজ দুর্গাপুরের এ এস পি এর ফুটবল ময়দানে মুখোমুখি হয় বিবেক সংঘ ও সরস্বতীগঞ্জ তপসিলী সেবা সমিতি। এই খেলায় বিবেক সংঘ ১-০ গোলে জয় লাভ করে। বিবেক সংঘের হয়ে গোলটি করেন শংকর পাসোয়ান।
অন্যদিকে এম এ এম সি ফুটবল ময়দানে হাফ ডজন গোলে জিতলো সি আর পি এফ। এদিন সি আর পি এফ মুখোমুখি হয় প্রগতি সংঘের। খেলায় ৬-০ গোলে সি আর পি এফ জয় পায়। জয়ী দলের হয়ে ৩ টি গোল দেন শম্ভু রায়, বাকী ৩ টি গোল করেন শচীন্দ্র নায়েক, গগণ কুমার ও সঞ্জয় মাঝি। এই খেলাটি পরিচালনা করেন বরুণ দাস ও তাকে সহযোগিতা করেন লাল্টু মুখার্জী ও সঞ্জয় চট্টরাজ।