নোট ইস্যু নিয়ে এবার পাশের রাজ্য উড়িষ্যাতে প্রতিবাদ সভা তৃণমূলের
জাহাঙ্গীর বাদশা,বালেশ্বর
নোট ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল সাধারন মানুষের কথা চিন্তা করে এক পর এক প্রতিবাদ মিছিল ও সভা করছে তৃণমূল। রাজ্যের পাশাপাশি এবার পাশের রাজ্য উড়িষ্যা রাজ্যেও প্রতিবাদ সভা করল তৃণমূল। বৃহস্পতিবার উড়িষ্যার বালেশ্বরের গান্ধী ময়দানে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী,সর্বভারতীয় তৃণমূলের সাধারন সম্পাদক সুব্রত বক্সি সহ অন্যান্যরা।এদিন সভা মঞ্চ থেকে নোট ইস্যুর প্রতিবাদ জানিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।