বর্ধমান প্রেস কাপ টুর্নামেন্টকে ঘিরে চলছে উন্মাদনা, সৌজন্যে ‘এখন ৯৯’
আমার বাংলা ওয়েব ডেক্স
বর্ধমান শহরের ‘এখন 99’ চ্যানেলের উদ্যোগে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে ২২ জানুয়ারি বসছে একদিনের মৈত্রী ক্রিকেট ম্যাচের আসর। তাই খবর করার পাশাপাশি সাংবাদিকদের ব্যস্ততা তুঙ্গে। শহরের প্রায় দেড়শো জন সাংবাদিক নিজেদের সেরাটা তুলে ধরার জন্য মুখিয়ে আছে। বর্ধমানের কল্পতরু মাঠ, টাউন স্কুল মাঠ ও মেডিকেল মাঠে চলছে জোর কদমে প্র্যাকটিস। ইতিমধ্যেই ৬ টি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। খেলা হবে ‘বি’ গ্রুপের সাথে ‘ডি গ্রুপের’। ‘এ’ গ্রুপ ‘ই’ গ্রুপের মুখোমুখি হবে। ‘সি’ গ্রুপ খেলবে ‘এফ’ এর সাথে ।
একদিনের বর্ধমান প্রেস কাপের এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যেই শহরে সাজোসাজো রব শুরু হয়েছে। ক্রিকেট টুর্নামটের পাশাপাশি বরিষ্ঠ সাংবাদিকদের জন্য থাকছে হাঁটা প্রতিযোগিতা।ম্যাচের শেষে সেরা খেলোয়াড় সহ একাধিক বিভাগে সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। ফলে সাধারণ মানুষের খবর তুলে ধরার পাশাপাশি বাইশ গজের মহারণে কিভাবে নিজেদের তুলে ধরে সেটাই দেখতে মুখিয়ে আছে বর্ধমান বাসী।