বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মীদের দাবী দাওয়া নিয়ে উপাচার্যকে ডেপুটেশন
রিন্টু ব্রহ্ম, বর্ধমান
বিভিন্ন দাবিদাওয়া নিয়ে উপাচার্যকে ডেপুটেশন দিল সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির কর্মচারীরা ।এর আগে তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য স্মৃতি কুমার সরকারের কাছে তাদের দাবী গুলি জানায় । কিন্ত কোন ফল না হওয়ায় তারা আজ আবার বর্তমান উপাচার্য নিমাই চন্দ্র সাহার কাছে তাদের দাবি গুলি পেশ করেন। এদিন তারা মোট ৬ দফা দাবি নিয়ে উপাচার্যের কাছে তাদের স্মারক লিপি জমা দেয় ।তাদের দাবির মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়ে কর্মরত কোনো কর্মচারী মারা গেলে তাদের পরিবারের সদস্যকে চাকরী দিতে হবে । মেঘনাদ সাহা প্লানেটোরিয়াম এর কর্মীদের সঠিক বেতন দিতে হবে । এদিন দাবি গুলি বাস্তবায়িত করার লক্ষ্যে রাজবাটি ক্যাম্পাসে মিছিল করে তারা।সংগঠনের সভাপতি নীলেন্দু ঘোষ জানান উপাচার্য আমাদের কথা শোনেন এবং সমস্যা সমাধানের কথাও বলেন ।