বেহাল রাস্তা রায়না-১ ব্লকে
বর্ধমান জেলা জুড়ে সমস্ত পঞ্চায়েতে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। কিন্তু রায়না-১ ব্লকের সেহারা পঞ্চায়েত এলাকায় ক্ষেমতা, চন্ডীপুর, রামকৃষ্ণ পুর এলাকা থেকে সেহারা যাওয়ার রাস্তার অবস্থা বেহাল।
বর্ষার কারণে রাস্তা দিয়ে চলাচল করা দায় হয়ে উঠেছে স্থানীয়দের। গোটা রাস্তায় ছোটো বড়ো নানা গর্তে ভরতি। ফলে বাইক বা সাইকেল নিয়ে গেলে যে কোনো সময় বিপদে পড়ছেন বাসিন্দারা।
বলরাম সাহা
রায়না-১ ব্লক
বর্ধমান