মিষ্টির ইতিহাসের কথা জানানো ‘ ইন্দ্র ’ আজ নিজেই ইতিহাস। Google জানান দিচ্ছে সেকথা ! অবাক হচ্ছেন ! ক্লিক করে দেখুন
এবি ওয়েব ডেক্স : বর্ধমানের বিখ্যাত মিষ্টি সীতাভোগ মিহিদানার ইতিহাস জানানো ইন্দ্র আজ নিজেই ইতিহাস। বিশ্বের এই মুহুর্তে সবচেয়ে বড়ো সার্চ ইঞ্জিন Google অন্তত সেই তথ্যই দিচ্ছে। শুনে অবাক হচ্ছেন! অবাক হওয়ারই কথা। Google এ গিয়ে সার্চ অপশনে শুধু সীতাভোগ মিহিদান লিখুন।
দেখুন আপনার কাছে প্রথম যে জনের নাম আসবে তার নাম ইন্দ্রনীল সরকার। ‘ইন্দ্রদা’ নামেই যিনি পরিচিত ছিলেন । বেশি দিন আগেকার কথা নয় ২০১৩ সালের ২৯ ডিসেম্বর দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিক নিবন্ধতে জ্বলজ্বল করছে ইন্দ্রনীল সরকারের নাম। ওই পাতায় দেখানো হয়েছে কীভাবে তৈরি করা হয় সীতাভোগ মিহিদানা। তুলে ধরা হয়েছে কীভাবে সীতাভোগ মিহিদানা বিশ্বের মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বোধহয় কোনো এক অজান্তেই ইন্দ্রনীল সরকারকে স্যালুট জানিয়েছে Google’s টিম। তবে আক্ষেপ বন্ধুদের কাছে ইন্দ্রনীল সরকার জেনেছিলেন এই তথ্যটা । আগ্রহ ছিল তার। কিন্তু দুঃখের কথা বিষয়টা নিজের চোখে দেখে যেতে পারলেন না কীভাবে Google এর সাথে তার নাম জড়িয়ে আছে।