শহরের বুকে আস্ত একটা গ্রামকে তুলে এনেছে সবুজ সংঘ
থিমের বাজারে যেখানে বর্ধমানের বিভিন্ন পুজো মন্ডপ দক্ষিণের মন্দির থেকে শুরু করে পাহাড়, সমুদ্রের থিম তুলে ধতে ব্যস্ত সেইসব কিছুকে হার মানিয়ে খোদ শহরের বুকে উঠে এসেছে আস্ত একখানা গ্রাম। বর্ধমান শহরের পুলিস লাইনের কাছে সবুজ সঙ্ঘের থিম ‘গ্রাম্য পরিবেশ’।গতবার সবুজ সংঘ জিতে নিয়েছিল বিশ্ববাংলা পুরস্কার। এই পুজো কমিটির সহ-সম্পাদক কনান্ত দাস জানান, মাস দুয়েক আগে থেকেই ঘাসের বীজ, ফলের বীজ, ফল, খড়, প্লাই, পাটা, বাঁশ ইত্যাদি দিয়ে গ্রাম্য পরিবেশ তৈরি করা হয়েছে।গ্রাম্য পরিবেশের পাশাপাশি মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। কাঁথির শিল্পীদের হাতের ছোঁয়ায় অন্য রূপ পেয়েছে সবুজ সংঘ। তবে প্রতিমা রয়েছে সেই সাবেকিয়ানার ধাঁচের ছোঁয়া ।জানা গেছে এবার মোট বাজেট ধরা হয়েছে ২০ লক্ষ টাকা।