শান্তিনিকেতনের আমদোহরা গ্রামে এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
মহঃ আজাহার উদ্দিন, বোলপুর
শান্তিনিকেতন থানার আমদোহরা গ্রাম থেকে এক ব্যাক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ । পুলিশ সূত্রে খবর মৃত ওই ব্যাক্তির নাম বৈদ্যনাথ হাজরা। বয়স আনুমানিক ৫৫ বছর । আজ সকালে তার দেহটি উদ্ধার হয় পাশের একটি খড়ের পালুই থেকে । এলাকাবাসীর অভিযোগ খুন করার পরে তাকে খড়ের পালুই চাপিয়ে দেয়। তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ ।