সারদা মায়ের ১৬৪ তম জন্মজয়ন্তী উদযাপন
অরুনাংশু মৈত্র, আলিপুরদুয়ার : শ্রীশ্রীমা সারদা দেবীর ১৬৪ তম জন্ম জয়ন্তী উদযাপন হল ফালাকাটা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে । এই উপলক্ষে সারা দিন ধরে চলে পূজা, আরতি, ভোগ, রামকৃষ্ণ ও সারদা দেবীর উপর আলোচনা প্রভৃতি । রামকৃষ্ণ ও সারদা দেবীর উপর আলোচনা করেন, উত্তরাঞ্চল রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের পক্ষ থেকে সুশীল সাহা চৌধুরী, ভক্তদের পক্ষে উমা দেব ও রিতা কর প্রমুখ । শ্রীশ্রীমা সারদা দেবীর ১৬৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে ফালাকাটা শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গণে সারাদিন ভক্তবৃন্দের সমাগমে মন্দির প্রাঙ্গণ ভরে উঠে ।