সেলফি তুলতে গিয়ে অজয়ে তলিয়ে গেল ছাত্র,দামোদরে নিখোঁজ আরো তিন
রবিবারের ছুটিতে তিন বন্ধু মিলে দামোদরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো । এদিন রাত পর্যন্ত ওই তিন ছাত্রের নাম ও পরিচয় জানা যায়নি। তবে প্রত্যক্ষ দর্শীদের কথা মতো আসানসোলের হীরাপুর থানার দামোদর নদীর জরাবুড়ি মন্দির এলাকায় তিন ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে তিনটি সাইকেল ও জামাকাপড় উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রী নিখোঁজ হওয়া তিন ছাত্রের বলে প্রাথমিক ভাবে অনুমান পুলিশের।
অন্যদিকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে হড়কা বানের সেলফি তুলতে গিয়ে অজয় নদীতে তলিয়ে গেল আরেক ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে ওই ছাত্র দুর্গাপুর থেকে চিত্তরঞ্জনে বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল। রবিবার বিকালের দিকে চিত্তরঞ্জনের হনুমান মন্দির এলাকায় অজয় নদীর জলে নেমে সেলফি তুলতে তিন জনের মধ্যে একজন তলিয়ে যায়। পরে ঘটনার খবর জানাজানি হতে ঘটনাস্থলে যায় পুলিশ। নিখোঁজ ছাত্রের তল্লাশি শুরু হয়েছে।