স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে বিবস্ত্র করে মার, অভিযুক্ত ভাসুর
অর্ণব পাল, মালদা
বাড়ির ভাগাভাগি নিয়ে বচসার জেরে স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠলো ভাসুরের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার জহুরাতলা এলাকায়। আহত মহিলা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত সুজ্জেত শেখ ও তার দুই ভাই সাজ্জাত আলী, রাসেল আলী পলাতক। জানা গিয়েছে বাবা ও মা বেশ কয়েকবছর আগে মৃত্যু হয়েছে। এরপর থেকে বাড়ির ভাগাভাগি নিয়ে প্রায় বচসা লেগেই ছিল সাজাহান ও অপর ভাইয়ের মধ্যে। এদিন বাড়ি ভাগাভাগি নিয়ে বড় ভাই সাহাজান শেখের সঙ্গে বচসা শুরু হয় সুজ্জেত শেখের এরপর তাকে অপর দুই ভাই সাজ্জাত ও রাসেল জোর করে ভাই সুজ্জেতকে বাড়ি থেকে বেড় করে দিচ্ছিলো। সেই সময় সাজাহানের স্ত্রী বাঁচাতে গেলে স্বামীর সামনেই স্ত্রীকে বিবস্ত্র করে মারতে থাকে তারা। ঘটনায় স্থানীয় প্রতিবেশীরা ছুটে আসতেই তারা পালিয়ে যায়। স্বামী ও গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসে। ইংরেজবাজার থানায় সুজ্জেত সহ তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা।