হাওড়ার টাউন হলে আগুন, চাঞ্চল্য
প্রসেনজিৎ অধিকারী, হাওড়া
শুক্রবার দুপুর নাগাদ হাওড়া পুরসভার টাউন হল বিল্ডিং এর দো তলায় পুরসভার রেকর্ড রুমে ধোয়া দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পরে । ধোঁয়ায় রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয় ,পুরসভার নিজস্ব বিপর্যয় মোকাবিলা দল এবং পুরসভার নিজস্ব আগুন নেভাবার সরঞ্জাম দিয়ে আগুন নেভাবার চেষ্টা করে যদিও আগুন নেভাতে পারেনি । দমকলকে খবর দিলে দমকলের 2 ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।এই ঘটনায় পুরসভার বহু বছরের নথি পত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে বেশ কিছু ইলেকট্রনিক সরঞ্জাম পুড়ে যায় । পুরসভা সূত্রে খবর আগুন লাগার কারন জানতে ফরেনসিক তদন্ত করা হবে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি ।